নিউজবাংলা- ১৩ সেপ্টেম্বর, রোববার:

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ: ময়মনসিংহে ভারতীয় ভিসা সেন্টারের যাত্রা শুরু হয়েছে। এখন থেকে তারা ময়মনসিংহ থেকে ভিসার আবেদন করতে পারবেন।

রবিবার দুপুরে বরিশাল অফিস থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. পংকজ শরন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ শহরের মাসকান্দায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডি.এম.ডি মি. সিদ্ধার্থ সেন গুপ্ত, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড মি. পিনাক চক্রবর্তী বক্তব্য রাখেন।

জানা গেছে, ময়মনসিংহ শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন ২৯৭/১, মাসকান্দায় (দ্বিতীয় তলায়) ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিস স্থাপন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর  প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ০১টা পর্যন্ত (অফিস চলাকালীন) ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হবে। ময়মনসিংহে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ময়মনসিংহের জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।

রবিবার দুপুরে শহরের মাসকান্দায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ময়মনসিংহ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌর সভার মেয়র ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকরামুল হক টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ।

নিউজবাংলা/একে