টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে মো. তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তোফাজ্জল হোসেন সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের জহের আলী ছেলে।
জানা গেছে, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। সকালে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনারুল হক রেল স্টেশনের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।