মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত ২৫ জন বাংলাদেশি
নিউজবাংলা- ১৩ সেপ্টেম্বর, রোববার:
ঢাকা: মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি ও ইরানি বলে দাবি করেছে সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম। যার মধ্যে ২৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
দেশটির সরকারি সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ চ্যানেল রোববার এ তথ্য জানিয়েছে। তবে এটি অস্বীকার করছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান।
গত শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনায় ১০৭ জন মারা যান। আহত হন ২ শতাধিক। ওই সময় কেবল ৪০ বাংলাদেশি আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
হতাহতের ব্যাপারে প্রাথমিক রিপোর্ট যাচাইয়ের পর আল আরাবিয়া জানায়, নিহতদের মধ্যে ১৫ জন পাকিস্তানি, ২৩ জন মিশরের, ভারতের ১০, ইরানের ২৫, মালয়েশিয়ার ৬, বাংলাদেশের ২৫ জন রয়েছে। এছাড়া আলজেরিয়া ও আফগানিস্তানের একজন করে নিহত হয়েছেন। তবে তারা সবাই হজযাত্রী কি না তা জানানো হয়নি।
নিউজবাংলা/একে