টাঙ্গাইল জেলা প্রশাসনের সেবামূলক কার্যক্রম বিষয়ে ঢাকা বিভাগের কমিশনারের ভিডিও কনফারেন্স
নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:
টাঙ্গাইল প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয কর্তৃক ঘোষিত মডেল জেলা টাঙ্গাইলের জেলা প্রশাসনের চারটি সেবামুলক কর্য্যক্রম বিষয়ে ভিডিও কনফারেন্স করেছেন ঢাকা বিভাগের কমিশনার মোঃ জিল্লার রহমান এবং অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ আনিসুর রহমান।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের কমিশনারের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ লাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা,সদরের এসি ল্যান্ড মোঃ সানোয়ারুল হক,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল ইসলাম ডিপটি এবং সরকারী বিভিন্ন দপ্তরের সেবা গ্রহীতাবৃন্দ।
ভিডিও কনফারেন্সে আলোচ্য বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের লাশ পরিবহন ও দাফন-সৎকারের সরকারি অনুদানের টাকা দ্রুত প্রদান,ভুমি অফিসের সেবা,ভি.পি সম্পত্তির লিজ নবায়ন এবং তথ্য অধিকার আইন-২০০৯।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হাশিম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে