নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:

শাবিব হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

সেই সাথে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইন্সিটিউটের ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারন সম্পাদক রাজিব হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকারের উপস্থিতিতে, রাজশাহী পলিটেকনিক ইন্সিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারন সম্পাদক মোঃ রাশেদ রহমান কে নিয়ে আজ সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।উল্লেখ্য, আজ দুপুরে রাজশাহী পলিটেকনিক ইন্সিটিউটের মেকাট্রনিক্স টেকনোলোজির নবীন বরন অনুষ্ঠানকে কেন্দ্র করে পলিটেকনিক শাখা ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলা/একে