নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শোভাযাত্রাটি লাউহাটি বাজার এলাকা থেকে শুরু হয়। পরে শামসুল হক সেতু পার হয়ে দেলদুয়ার উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় লাউহাটি বাজারে এসে শেষ হয়।

“সাইকেল ভ্রমন-স্বাস্থ্যের উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে ধলেশ্বরী প্রগতিশীল সমাজসেবামূলক সাংস্কৃতিক সংসদ এ শোভাযাত্রার আয়োজন করে। এতে প্রায় ২শতাধিক সাইকেল আরোহী অংশ নেয়। পরে সংগঠনটি আয়োজনে লাউহাটি বাজার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধলেশ্বরী সমাজসেবামূলক সাংস্কৃতিক সংসদ এর সভাপতি হালিম কায়েস বিপ্লব বলেন, আগামী দিনগুলিতে আরও ভিন্ন রকমের বিনোদন এলাকার লোকজনকে উপহার দিব।

নিউজবাংলা/একে