টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বাসচাপায় এবাদত আলী (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এবাদত আলী উপজেলার চরপাড়া ভারই গ্রামের মৃত মিয়াজান আলীর ছেলে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফজলুল কবির জানান, সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের শিয়ালকোল নামকস্থানে এবাদত আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।