নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। শুক্রবার সন্ধ্যায় হাজিরহাট-মাতাব্বরহাট সড়কের এবায়েদ উল্যাহ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শেখ ফরিদের বাবা আব্দুর রব জানান, লোকমান মাষ্টারের ছেলে মো. জুয়েল তার ছেলের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় দেড় বছর আগে তাদের একটি ডিসকবার মোটরসাইকেল চুরি করে সে । এছাড়া বিভিন্ন সময় সে তাদের বাড়িতে চুরি করতে গিয়ে ধরাও পড়ে। তারা এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানায়। ঘটনার দিন বিকালে তার ছেলে মাতাব্বরহাট থেকে মোটসাইকেলযোগে বাজারে আসার পথে সন্ত্রাসী জুয়েল তার ছেলের গতিরোধ করে প্রথমে চোখে মরিচের গুঁড়া ছিটায়। পরে তাকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কজনক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলা/একে