নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদ ‘সেভ দ্যা চিলড্রেন’ সেমিনারে বক্তব্য দিলেন বাংলাদেশের কুলাউড়ার দিনমজুরের মেয়ে মনি বেগম। শনিবার ‘সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ’ এর ফেসবুক পেজে মনি বেগমের ভাষণ দেয়ার একটি ছবি প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী মনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাল্য বিবাহ রোধ সম্পর্কে বক্তব্য রাখেন তিনি । মনি বেগম গত তিন বছর ধরে বাল্যবিবাহের ভয়াবহতা এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন।
মনি নিজ দেশের; এমনকি সারা বিশ্বের হয়ে শিশু বিবাহ রোধে ‘এ্যাডভোকেসি’ করেন।
এ সম্মেলনে তার স্লোগান হয় ‘তাকে বড় হতে দাও’। ব্যাখ্যা হিসেবে মনি বেগম জানায়, এর মানে হলো- প্রত্যেকের বড় হওয়ার জন্য মৌলিক চাহিদা পুরণ, সমঅধিকার প্রতিষ্ঠা যার মধ্যে নিজেকে শিক্ষিত করবে এবং দেশের জন্য কাজ করবে।
উল্লেখ্য, মনি বেগম (১৬) মৌলভীবাজারের কুলাউড়ার সুলতানপুর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। বড় হয়ে সে একজন পাইলট হতে চায়।জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আরও ১৯ শিশু প্রতিনিধির সাথে সাক্ষাৎ করবেন।
মনি বেগম সাক্ষাত করেন জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ প্রতিনিধি, সুধীজন, বাংলাদেশ সরকারের কর্মকর্তাসহ জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য গুণীজনের সাথেও।

নিউজবাংলা/একে