নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: মিনায় আল-জিসর হাসপাতালের সামনে কেমন এক ঘোর লাগা অবস্থায় বসে আছেন বাংলাদেশের হাজি মুহাম্মদ বেলাল। দেশের কাউকে সামনে পেলেই আকুল হয়ে কান্না জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করছেন ‘আমার স্ত্রীকে দেখেছেন’।