নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:

মোঃ রুহুল আমীন আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে বান্দাইখাড়া নামক স্থানে গোসল করতে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। একদিন অতিবাহিত হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি তার স্বজনরা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বান্ধাইখাড়ার সরদারপাড়া গ্রামের মৃত গোলাপ সরদারের পুত্র মোঃ মানিক সরদার (৮৫) স্ত্রীকে সঙ্গে করে গোসল করতে যায় বাড়ী সংলগ্ন আত্রাই নদীতে। গোসলের এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীর অতল গভীরে তলিয়ে যায় মানিক সরদার। আত্মীয় স্বজনরা ঔদিন ও আজ রবিবার পর্যন্ত উপজেলার নদী পার্শ্ববতী এলাকায় খোঁজ করেও মানিক সরদারের কোন সন্ধান করতে পারেনি।
এব্যাপরে মুটোফোনে আত্রাই থানা অফিসার ইন চার্জ (ওসি) আব্দুলাহ আল মাসউদ চৌধুরীর সাথে কথা বলেলে তিনি জানান ,এবিষয়ে কোন তথ্য আমার জানা নাই।

নিউজবাংলা/একে