ভালুকার নিখোঁজ চার হাজির দুই জনের লাশ সনাক্ত
নিউজবাংলা – বৃহস্পতিবার, ০১ অক্টোবর:
সামিউল ইসলাম, ভালুকা(ময়মনসিংহ) সংবাদদাতা :
পবিত্র হজব্রত পালন করতে গিয়ে ভালুকার নিখোঁজ চার হাজির মধ্যে দুই জনের লাশ সনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
নিহত এক জন মেদুয়ারী ইউনিয়নের হাজী আবুল কাশেম ও অন্যজন ভালুকা পৌরসভার সবচেয়ে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী খান পরিবারের মোঃ আমান উল্লাহ (হবি) খানের সহধর্মীনি ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ আনসারুল ইসলাম সবুজের বড় বোন মনোয়ারা বেগম বলে জানা যায়। তারা প্রবিত্র মক্কায় হজের অন্যতম কার্য শয়তানকে কংক্কর নিক্ষেপ করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে মারা যান। মৃত আবুল কাশেমকে গতকাল বুধবার পবিত্র মক্কায় দাফন করা হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়।
নিউজবাংলা/একে