নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

 

মেষ: প্রতিকূল পারিবারিক পরিস্থিতিতে কাজের ক্ষতি। গবেষণামূলক কাজের বিশেষ স্বীকৃতি মিলতে পারে।

বৃষ: কর্মক্ষেত্রের সমস্যা মিটিয়ে নিজেই ভাগ্যোদয় ত্বরান্বিত করতে পারেন। অংশীদারের কূট চাল ব্যবসায় সমস্যা বাড়াবে। নতুন সম্পত্তি কেনার সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল।

মিথুন: চাকরিতে প্রতিকূলতার মধ্যেও দক্ষতার স্বীকৃতি। বিষয়সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ। উচ্চশিক্ষা বা গবেষণায় হঠাৎ বাধায় হতাশা।

কর্কট: আমদানি-রপ্তানি ব্যবসায় অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। তুচ্ছ কারণে বিয়ের আলোচনা ভেস্তে যেতে পারে। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।

সিংহ: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি জুটতে পারে। পারিবারিক টানাপড়েনে সম্পত্তি ক্রয়ে জটিলতা। কোনও হঠকারী সিদ্ধান্তে সমস্যা বাড়তে পারে।

কন্যা: অতিরিক্ত উচ্চাভিলাষ বিপত্তি ডেকে আনতে পারে। বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি এবং চলাফেরায় অসুবিধা। ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়ার আশঙ্কা।

তুলা: ব্যবসা সম্প্রসারণের জন্য বাড়তি বিনিয়োগের শুভ দিন। শত্রুর চাল বানচাল করে কার্যোদ্ধার। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা এবং কাজকর্মে ব্যাঘাত।

বৃশ্চিক: সংস্থা পরিবর্তনের সুযোগ আসতে পারে। দুর্জনের ছলচাতুরীতে প্রতারিত হওয়ার আশঙ্কা। জনহিতকর কাজের সামাজিক স্বীকৃতি।

ধনু: স্বজনের শত্রুতায় সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি। দুর্জনের অপচেষ্টা রুখে ব্যবসায়িক সমস্যার সমাধান। অস্থিসন্ধির জটিলতায় দুর্ভোগ।

মকর: অংশীদারের কপটতায় ব্যবসায় লোকসান বাড়তে পারে। বুদ্ধি ও কর্মকৌশলে সমস্যার সমাধান।

কুম্ভ: মিষ্ট ভাষণে ও সহৃদয় ব্যবহারে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। কাজের সূত্রে দূর সফরের যোগ। নতুন গৃহ নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা।

মীন: মাতৃস্থানীয়া স্ত্রীলোকের প্রভাবে স্বপ্ন সফল হওয়ার ইঙ্গিত। দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। গুপ্তশত্রুতায় ক্ষতির আশঙ্কা।

নিউজবাংলা/একে