নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা চোরাকারবারী হাফিজুর রহমান খান আরিফকে (৪০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান আরিফ খান মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুর রহমান খানের ছেলে। তিনি বাংলাদেশ বিমানের জুনিয়র কমাশিয়াল অ্যাসিস্ট্যান্ড পদে চাকরি করতেন। মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনি চাকরিচ্যুত হন বলে জানান পুলিশ।

পুলিশ আরও জানান, আরিফ দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইয়াবাসহ সদরের শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজবাংলা/একে