নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

ঢাকা: ভূমধ্যসাগরের উপকূলে আবার নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছে। ইতালির নৌবাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে। খবর রেডিও তেহরান।

 

 

তারা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া অন্তত ৩১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য লোকজন আফ্রিকা থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এ ধরনের দুর্ঘটনার অবসান হবে না।আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং সহিংসতার কারণে প্রায় প্রতিদিন বহু মানুষ সাগরপথে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে।

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, চলতি ২০১৫ সালে এ পর্যন্ত লিবিয়া থেকে ১,০২,০০০ লোক ইতার পানিসীমা পেরিয়ে ইউরোপে ঢুকেছে। তবে মারা গেছে প্রায় ২,৩০০ মানুষ।

 

 

নিউজবাংলা/একে