বিয়েতে রাজী না হওয়ায় ১৫ নারীকে হত্যা করলো আইএস
নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:
ঢাকা: আইএসআইএল ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে এক ডজনের বেশি নারীকে হত্যা করেছে।
মসুলের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি বা কেডিপি’র মুখপাত্র সাঈদ মামুজিনি আরবি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আল-সুমারিয়াকে’ বলেন, গতকাল তাকফিরি সন্ত্রাসীরা রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে মসুল শহরের কাছে অবস্থিত গাজলানি সামরিক ঘাঁটিতে ১৫ নারীকে হত্যা করেছে। উগ্র সন্ত্রাসীদের বিয়ে করতে রাজি না হওয়ায় এসব নারীকে হত্যা করা হয় বলে জানান তিনি।
মামুজিনি আরো বলেন, সন্ত্রাসীদের বিয়ে করতে রাজি না হওয়ায় তাকফিরি গোষ্ঠী গত দুই মাসে ৩০ জনের বেশি ইরাকি নারীকে হত্যা করেছে। একই ধরণের ঘটনায় তাকফিরি সন্ত্রাসীরা গত মাসেই মসুলে ১৯ নারীকে হত্যা করে।
ইরাকে নারী বিষয়ক একটি সংস্থার মুখপাত্র হানা নাওয়াফিলি আরবি ভাষার ‘আল -মালুমা’ সংবাদ মাধ্যমকে গত ১৮ জুলাই জানান, রাজধানী বাগদাদ থেকে ৬৯ কিলোমিটার পশ্চিমে ফাল্লুজার অধিবাসী সাত নারীর উপর তাকফিরি সন্ত্রাসীরা গণধষর্ণ চালায় এবং পরে তাদের হত্যা করে।
ইরাকের মানবাধিকার মন্ত্রণালয় গত বছরের ১৬ই ডিসেম্বর জানিয়েছিল, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরিদের বিয়ে করতে রাজি না হওয়ায় এক গর্ভবতী নারীসহ অন্তত ১৫০ নারীকে হত্যা করেছে আইএসআইএল। এছাড়া, তাকফিরি সন্ত্রাসীরা ফাল্লুজায় নারীদের গণকবর দিয়েছে বলেও ওই মন্ত্রণালয় জানিয়েছে।
নিউজবাংলা/একে