হস্তশিল্পে নৈপুণ্যের সুবাদে বাড়তি উপার্জনের সুযোগ বৃশ্চিকের আগ ১৯, ২০১৫ 0 নিউজ ডেস্ক নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার: মেষ: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: মানসিক দুর্বলতায় নতুন পরিকল্পনার অগ্রগতি ব্যাহত। মামলার ফল অনুকূলে যেতে পারে। স্বাস্থ্যহানি কাজকর্মে প্রভাব ফেলবে। মিথুন: মাতৃস্থানীয়া মহিলার দৌলতে প্রাপ্তিযোগ। বিদেশে কাজের যোগাযোগ হতে পারে। আত্মীয়স্বজনের ব্যবহারে মানহানি ও মানসিক ক্লেশ। কর্কট: স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের শুভ দিন। কোনও আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় পরিবারের মানহানির আশঙ্কা। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি। সিংহ: সময়োচিত সাহসে বলবান শত্রুর মোকাবিলা। কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। কন্যা: শত্রুর শক্তিক্ষয়ে কিঞ্চিৎ স্বস্তির আশা। বৃত্তিগত পরীক্ষায় সাফল্য এবং সেই সুবাদে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। সাধুসজ্জনের সান্নিধ্যে শান্তির হদিস। তুলা: বহু দিন আটকে থাকা কাজ উতরে যাওয়ার সম্ভাবনা। ন্যায্য পাওনা পেয়ে যেতে পারেন। বৃশ্চিক: দুষ্ট ব্যক্তির প্ররোচনায় ক্ষতির আশঙ্কা। হস্তশিল্পে নৈপুণ্যের সুবাদে বাড়তি উপার্জনের সুযোগ। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। ধনু: কর্মস্থলে দলাদলি ও কূটকচালি থেকে বিপদের আশঙ্কা। নিজ কৌশলে শত্রুর মোকাবিলা করে সম্পত্তি রক্ষা। মকর: স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। গৃহ নির্মাণে ব্যাংক ঋণ ম়ঞ্জুর হতে পারে। কোনও মহৎ ব্যক্তির দ্বারা কোনও ভাবে উপকৃত হতে পারেন। কুম্ভ: বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। পারিবারিক ক্ষেত্রে স্বজনদের ব্যবহারে মানসিক আঘাত পেতে পারেন। মীন: উপরওয়ালার সঙ্গে মতবিরোধে কর্মোন্নতিতে বাধা। সন্তানের পড়াশোনার আগ্রহে উদ্বেগের অবসান। বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। নিউজবাংলা/একে Categories: জাতীয়,বিবিধ,বিশেষ