মারুফ-মৌমিতার ‘বেপরোয়া প্রেমীক
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
ঢাকা: মারুফ-মৌমিতা জুটির দ্বিতীয় সিনেমা বেপরোয়া প্রেমীক। সিনেমাটি পরিচালনা করছেন এমদাদুল হক মিজান। গত ১৫ আগস্ট থেকে সিনমোটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
সিনেমার নায়িকা মৌমিতা মৌ বলেন, ‘হঠাৎ বৃষ্টির কারণে শুটিংয়ে একটু সমস্যা হয়েছে। এখন কোনো সমস্যা নেই। আবার শুটিং শুরু করেছি। আজ অ্যাকশন দৃশ্যের শুটিং করছি।’
গত ৪ জুন থেকে বিএফডিসিতে এর দৃশ্যায়ন শুরু হয়। এ সিনেমার মাধ্যমে মারুফের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌমিতা। এতে আরো অভিনয় করছেন শিবা সানু, রিনা খানসহ অনেকে। সিনেমাটিতে গান থাকছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। এর কাহিনি লিখেছেন কমল সরকার।
মারুফ-মৌমিতা প্রথমবারের মতো জুটিবদ্ধ হন ফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ প্রতিশোধ সিনেমায়। সম্প্রতি এ জুটি সিনেমাটির শুটিং-এ অংশ নিয়েছেন।
নিউজবাংলা/একে