নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:

 ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঁচ কেজি সোনাসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

শনিবার সকালে তাদের আটক করা হয়। আটকেরা হলেন, ঝোটন (২১) ও রাহুল (২৮)।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে তুর্না নিশিথা ট্রেনে চড়ে সকাল সাড়ে আটটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন ওই দুজন। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ৩২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন প্রায় পাঁচকেজি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অন্যদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার সকালে ১হাজার ৫০০পিস ইয়াবাসহ ইউসুফ নামের এক যুবককে আটক করে জিআরপি থানার পুলিশ।

 

নিউজবাংলা/একে