নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: আজ বিকেলে শুরু হচ্ছে দশম সংসদের সপ্তম অধিবেশন। সাংবিধানিক বাধ্য-বাধকতায় ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত সময় ধরে চলবে বলে জানা গেছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পাঁচটায় বসবে এ অধিবেশন। এর আগে, কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হবে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি। সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন-ভাতা বিষয়ক সংশোধিত আইনসহ অধিবেশনে পাসের অপেক্ষায় আছে ১২টি বিল। এর মধ্যে ৬টি উত্থাপনের অপেক্ষায় আর ৬টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম দিনেই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ উত্থাপনের কথা রয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলতে পারে বলে জানা গেছে। গত আট জুলাই শেষ হয় বাজেট অধিবেশন।

নিউজবাংলা/একে