নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

 

মেষ: দুঃসময়ে কোনও বন্ধুকে পাশে পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা। মুখমণ্ডলের সমস্যা ভোগাবে।

বৃষ: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি ও অবসাদ। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য সম্পর্কে বিপর্যয় নেমে আসতে পারে।

মিথুন: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত। সময়োচিত ব্যবস্থা নিয়ে পারিবারিক সমস্যার মোকাবিলা করতে পারেন।

কর্কট: কোনও নিকটাত্মীয়ের কাছ থেকে আঘাত আসতে পারে। গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত।

সিংহ: উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। দীর্ঘলালিত কোনও আশা পূরণ হতে পারে।

কন্যা: বুদ্ধি ও কর্মকুশলতায় বৈষয়িক সমস্যার সমাধান। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের শুভ দিন। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

তুলা: কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে বাহবা কুড়োতে পারেন। বিদেশে স্বজনবন্ধুর কোনও দুঃসংবাদ উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। সজ্জন-সান্নিধ্যে শান্তি।

বৃশ্চিক: নিজস্ব সিদ্ধান্তের জেরে পারিবারিক সমস্যার সমাধান। আর্থিক সঙ্কটে কোনও বন্ধুকে পাশে পেতে পারেন। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি।

ধনু: কোনও বিষয়ে গোপনতার জেরে দাম্পত্য জটিলতা। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে নতুন কর্মসংস্থান। সামাজিক অনুষ্ঠানে অনর্থ রুখে দিতে পারেন।

মকর: নতুন কর্মোদ্যোগে সাফল্যের সূচনা। ঈর্ষাকাতর সহকর্মীর কূট চালে বিপত্তির আশঙ্কা। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে পরিবারে মতবিরোধ।

কুম্ভ: ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির শুভ যোগ। বিষয়সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা-বাবার সঙ্গে দূরত্ব বাড়ার আশঙ্কা। ভ্রাতৃস্থানীয় কারও সাহায্যে বিপদ থেকে উদ্ধার।

মীন: বহু শ্রম ও অধ্যবসায়ে কর্মপরিকল্পনায় সাফল্য। সামান্য ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হতে পারে। লটারিতে প্রাপ্তিযোগ।

নিউজবাংলা/একে