নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা থেকে জাল নোট তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার রাতে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজবাংলা/একে