নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: আজ পহেলা সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সময়ের হিসাবে ৩৭ শেষ করে ৩৮ বছরে পা দিল দলটি। ১৯৭৮ সালের এই দিনে সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

এদিন ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এ সময় ওলামা দলের আয়োজন দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিকে কেন্দ্রের সাথে মিল রেখে প্রতিটি বিভাগে কর্মসূচি দেয়া হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপি। সকাল ৬ টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ১১টায় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। এরপর রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ।

সিলেট: মঙ্গলবার বিকাল ৩টায় ইলেক্টিক সাপলাই রোডস্থ নুরে আলা কমিউনিটি সেন্টারে সিলেটমহানগর এর পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিভাগ ও সব জেলাতেই কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মিরা।

১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে খালেদা জিয়া বলেছেন, জনগণের অধিকার আদায়, তাদের দুঃখ-কষ্ট লাঘব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা ‘পুনঃপ্রতিষ্ঠায়’ বিএনপি অঙ্গীকারবদ্ধ। সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে দ্রুত নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করবে বলে তিনি আশা করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান আর পাল্টা-অভ্যুত্থানের এক পটভূমিতে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান। প্রথমে তিনি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে বিভিন্ন দল ও গোষ্ঠীর একটি সমন্বিত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। পরে বিএনপি প্রতিষ্ঠা করেন।

এরপর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে বিএনপি প্রথমবারের মতো নেতৃত্বের সংকটে পড়ে। তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার সাময়িক সময়ের জন্য সরকার ও দলের হাল ধরেন। ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। দলের সংকটকালে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।

সেই থেকে দলটি আজ এ পর্যন্ত এসে পৌঁছেছে। এর মধ্যে তিন বার সরকার গঠন করে বিএনপি।

সর্বশেষ ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে হেরে যায়। আর তত্বাবধায়ক ব্যবস্থা না মানায় আ’ লীগের অধীনে ১০ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে তারা।

নিউজবাংলা/একে