নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়া।

একই সঙ্গে মাজার প্রাঙ্গণে দলের নেতাকর্মীসহ জনতার ঢল নেমেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় তিনি চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হন।

এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে আসছেন ও ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন। নেতকর্মীরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন চন্দ্রিমা উদ্যানসহ এর আশপাশের এলাকা।

এদিকে, বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিয়া উদ্যানের(বর্তমান নাম চন্দ্রিমা উদ্যান) আশপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।

 

নিউজবাংলা/একে