ঢাকা: বাজারে নোকিয়া ফোন ২২২ নিয়ে আসছে মাইক্রোসফট। সিঙ্গেল এবং ডুয়েল সিম এই দুই ভার্সনে পাওয়া যাবে ফোনটি। আগামী মাসে নির্দিষ্ট কিছু দেশে ফোন দুটি পাওয়া যাবে।
ফোনের দাম রাখা হয়েছে ৩৭ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার।
নোকিয়া ২২২ মডেলের হ্যান্ডসেটে রয়েছে বিল্ট ইন এমপিথ্রি ও কিছু প্রি ইনস্টলড অ্যাপ। এসব অ্যাপের মধ্যে রয়েছে গ্রুপ মি, স্কাইপে, ফেসবুক, ম্যাসেঞ্জার এবং টুইটার। সেটগুলোতে রয়েছে স্ল্যাম প্রযুক্তি। যা অন্যান্য সেট থেকে সহজেই ডাটা ট্রান্সফার করা যাবে।
সেটটিতে রয়েছে ২.৪ ইঞ্চি কিউভিজিও এলসিডি ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ক্যামেরা।
মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়তি ৩২ জিবি মেমোরি যোগ করা যাবে সেটটিতে। কানেক্টিভিটির জন্য রয়েছে জিপিআরএস, ব্লুটুথ ভি৩.০, মাইক্রো ইউএসবি এবং ৩.৫ এমএম অডিও জ্যাক।
১১০০ এমএএইচের ব্যাটারি টানা ২০ ঘণ্টার টকটাইম। গ্লসি ব্ল্যাক এবং সাদা এই দুই রঙে পাওয়া যাবে হ্যান্ডসেটগুলো।