পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বৃশ্চিকের সেপ্টে ১৩, ২০১৫ 0 নিউজ ডেস্ক নিউজবাংলা- ১৩সেপ্টেম্বর রোববার: ঢাকা: মেষ: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বাড়তে পারে। ভাগ্যোদয়ের লক্ষ্যে দূরভ্রমণের পরিকল্পনায় আশার আলো। বৃষ: অস্থিরতার জন্য কর্মপরিকল্পনায় বাধা। সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যেতে পারে। সন্তানের বেপরোয়া দিনযাপন ঘিরে দাম্পত্য অশান্তি বাড়বে। মিথুন: মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বাধা। হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। ফাটকায় ক্ষতির আশঙ্কা। কর্কট: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ও অধ্যবসায়ের স্বীকৃতি। প্রতিবেশীদের অপচেষ্টা রুখে সম্পত্তি ক্রয়ের চেষ্টায় সাফল্য। সিংহ: মানসিক অস্থিরতায় কাজকর্মে বিপত্তির আশঙ্কা। প্রেমপ্রণয়ে তৃতীয় কাউকে ঘিরে ঝামেলা বাড়বে। কন্যা: মাতৃস্থানীয়া আত্মীয়ের সঙ্গে বিবাদে মনঃকষ্ট। হাতছাড়া দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা। তুলা: বৃত্তিগত প্রশিক্ষণের সূত্রে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। সুযুক্তির জোরে বিতর্কে জিততে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল। বৃশ্চিক: প্রতিভার জোরে দেরিতে হলেও কর্মস্থলে স্বীকৃতির যোগ। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ধনু: সম্পর্কের অবনতির কারণে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা। কর্মকর্তার হস্তক্ষেপে প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনা। মকর: কর্মস্থলে বিতর্কবিবাদ এড়াতে না-পারলে বিপদ। উচ্চতর বিদ্যার্জনে আকস্মিক বাধা। কুম্ভ: সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে মতবিরোধের জেরে পরিবারে অশান্তি। উচ্চশিক্ষায় সাফল্যের সূত্রে কর্মোন্নতির ইঙ্গিত। মীন: স্থির বুদ্ধিতে প্রতিকূলতার মোকাবিলা করে কাজকর্মে অগ্রগতি। অনিদ্রাজনিত রোগে ভোগান্তি। নিউজবাংলা/একে Categories: জাতীয়,বিবিধ,বিশেষ