নিউজবাংলা- ১৩সেপ্টেম্বর রোববার:

ঢাকা: ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। রাজধানীর রামপুরা, ধানমন্ডি ও উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা।

আগামী বছর থেকে ছাত্রদেরই ভ্যাট দিতে হবে, শুক্রবার অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শনিবার বিকালে রাজধানীর বারিধারার এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, রবিবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করা হবে ও একই দিন সকাল ১০টা থেকে রাজপথ অবরোধ রাখা হবে।

শিক্ষার্থীরা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধু সরকারের ভ্যাট বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে, কোনোভাবেই সরকারের বিরুদ্ধে না। বরং আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা চাই সুষ্ঠুভাবে ক্লাসে ফিরে যেতে, অব্যাহত রাখতে চাই আমাদের শিক্ষা কার্যক্রম। শিক্ষা অর্জন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী জাকারিয়া, শাহরিয়ার, আসিফ ছাড়াও ব্রাক ইউনিভার্সিটি, এআইইউবি, ড্যাফোডিল, আইইউবি, উত্তরা ইউনিভার্সিটিসহ অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা শিক্ষার উপর আরোপিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা, ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর কোনো করারোপ না করা, আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দ্রুত বিচার, অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ব্যবহার করে।

রাত পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আফতাবনগর, রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরদিন একই দাবিতে আবারও রাজপথ অবরোধ করে ইস্ট-ওয়েস্টের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে ধানমন্ডি-২৭ নম্বরে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এছাড়া মহাখালীতে সড়ক অবরোধ করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে পুরো রাজধানী যানজটে স্থবির হয়ে পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি ২৭ এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদের উপর হামলার ঘটনাও ঘটে।

পরদিন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক সংবাদ সম্মেলনে বলেন, এ বছর ছাত্ররা ভ্যাট দেবে না। দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছর থেকে ছাত্রদেরকেই ভ্যাট দিতে হবে।

এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডি, বনানী, কলাবাগানসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে এ ব্যাপারে বিকালে সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। আশা করছি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে তারা কর্মসূচি শেষ করবে। তবে কেউ যদি জনস্বার্থ ও জনশৃঙ্খলা বহির্ভূত কাজ করে তাহলে আইনগত ব্যবস্থা নেবো।

নিউজবাংলা/একে