নিউজবাংলা- ১৩সেপ্টেম্বর রোববার:

ঢাকা: ২০০৯ সালে ‘সাহেব নামের গোলাম’ ছবি মুক্তির পর একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়নি সফল জুটি ও সফল দম্পতি মৌসুমী ও ওমর সানীকে।

কিছু দিনের মধ্যে তাদেরকে আবারো জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে চলচ্চিত্রে।

এম কে জামানের ‘কি জানি কি হয়’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য গত কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন পর্দা কাঁপানো সফল এই জুটি। কিছু দিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে বলেন, ‘একসঙ্গে দুইটি ছবির গল্প রেডি করেছি। একটি ‘বিষাক্ত ইয়াবা’ এবং আরেকটি ‘কি জানি কি হয়’। ঈদের পরপরই ‘বিষাক্ত ইয়াবার’ শুটিং শুরু করবো। একটানা ছবিটির শুটিং করার কথা রয়েছে। ‘বিষাক্ত ইয়াবা’র শুটিং শেষ হলে ‘কি জানি কি হয়’ শুরু করবো।’

ছবিটি সম্পর্কে ওমর সানী বলেন, ‘এখন কিছুই বলতে পারছি না। কারণ ছবিটির সম্বন্ধে এখনো কিছুই জানি না। এরকম কোনো কাজ করলে অবশ্যই সবাই জানতে পারবেন।’

এর আগে ‘গরিবের রানী’, ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘তুমি সুন্দর’, ‘মুনাফেক’, ‘শয়তান মানুষ’, ‘ঘাত প্রতিঘাত’, ‘হারানো প্রেম’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী।

নিউজবাংলা/একে