কালিহাতী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত: রশিদ আহাম্মদ সভাপতি শাহআলম সম্পাদক
নিউজবাংলা- ১৩সেপ্টেম্বর রোববার:
জাহাঙ্গীর আলম:
কালিহাতী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রশিদ আহাম্মদ আব্বাসী (সাপ্তাহিক যুগধারা) এবং সম্পাদক পদে শাহআলম (দৈনিক সংবাদ প্রতিদিন) বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার কালিহাতী উপজেলা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে ভোটগ্রহন করা হয় মোট ছয়টি পদে। বাকি সাতটি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেনÑ সহ-সভাপতি কামরুল হাসান (সাপ্তাহিক পূর্বাকাশ) ও আতোয়ার রহমান (দৈনিক মাতৃছায়া), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মৃদুল চৌধুরী (দৈনিক সরেজমিন বার্তা), কোষাধ্যক্ষ মুনছুর হেলাল বাদশা (দৈনিক সংগ্রাম)। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেনÑ যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক ছানোয়ার হোসেন মনি, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন এবং কার্যকরী সদস্যরা হলেন গৌরাঙ্গ বিশ্বাস, আব্দুস সাত্তার ও রাইসুল ইসলাম লিটন।
সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩২ জনে ভোট দেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ। এছাড়া সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম ও পোলিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী দুলাল চন্দ্র আর্য্য।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেনÑ আহ্বায়ক মাহবুল আলম আব্বাসী, সদস্য সচিব তোফাজ্জল হোসেন তুহিন এবং সম্মানিত সদস্য দুলাল হোসেন রানা, আবু মোহাম্মদ জিন্নাহ, মালেক আদনান ও হাবিবুর রহমান সরকার। নির্বাচনী ফলাফল ঘোষণার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ও কালিহাতী পৌরসভার মেয়র আনছার আলী বিকম।
এছাড়া নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসরাত সাদমিন, আলোকিত কালিহাতী’র সভাপতি আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর মিজানুর রহমান মজনুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজবাংলা/একে