নিউজবাংলা- ১৩সেপ্টেম্বর রোববার:
ঢাকা: টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ফলে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী।

শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগান ওভারব্রিজ-সোবহানবাগ মোড় থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ধানমন্ডি-৩২ নম্বর ও স্টেট ইউনিভার্সিটি পর্যন্ত যায়। এরপর আবার কলাবাগানে ফিরে এসে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করছে।
এদিকে, বনানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বেলা ১১টায় শুরু হয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এ কারণে মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন সড়ক বন্ধ হয়ে যায়।
এছাড়া ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়কে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছে। এসব কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। রাস্তায় গাড়ি চলাচল একেবারে কমে গেছে। রাস্তায় গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেটে পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ।
একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ বেশ কয়েকটি স্থানে আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে তারা।

নিউজবাংলা/একে