নিউজবাংলা- ১৩সেপ্টেম্বর রোববার:
ঢাকা: বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল তাদের গুগল নিউজ সেবায় এবার যোগ করল বাংলা ভাষা। এখন থেকে বাংলাতেও পাওয়া যাবে গুগল নিউজ সেবাটি।

বুধবার গুগলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বাংলা স্ট্যাটাসের মাধ্যমে সংবাদটি ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য যে, গত মাসের ১৮ তারিখে গুগল নিউজের অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল যে, শীঘ্রই ৬টি নতুন ভাষায় গুগল নিউজ তাদের সেবা চালু করতে যাচ্ছে। নতুন ৬ ভাষায় সেবা চালুর পূর্বে গুগল নিউজ ৪৫টি দেশের ২৮টি ভাষায় সংবাদ উপস্থাপন করত।
নতুন যুক্ত হওয়া ৬টি ভাষায় থাকছে বাংলা ছাড়াও ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, লাটভীয়, লিথুয়ানিয়ান এবং থাই ভাষা। আর এই ৬টি নতুন ভাষায় গুগল নিউজ চালু হওয়াতে ২৬ কোটির বেশি মানুষ গুগল সংবাদ নিজের ভাষায় পড়তে পারবেন বলে আশা করছে গুগল কর্তৃপক্ষ। কম্পিউটারের পাশাপাশি যে কোনো অ্যান্ড্রয়েড, আইওএস মোবাইল অ্যাপেও পড়া যাবে গুগল নিউজ। মূলত, বিভিন্ন সংবাদ সংস্থায় প্রকাশিত সংবাদসমূহ সংগ্রহ করে প্রকাশ করে গুগল নিউজ। বাংলা ভাষায় গুগল নিউজ পড়তে ভিজিট করুন
গুগল নিউজের এই নতুন বাংলা ভার্সনে ভিজিট করে বাংলা ভাষায় জানা যাবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ। যা বিভিন্ন দেশীয় সংবাদমাধ্যমে প্রকাশিত। গুগল নিউজের অ্যাপটি Google Play Store অথবা i-Tunes থেকে বিনামূল্যে নামিয়ে নিতে পারবেন।

নিউজবাংলা/একে