ময়মনসিংহ: শহরের একটি খাল থেকে তিন নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চরপাড়াস্থ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের খাল থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকালে খালে তিনটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ খাল থেকে তিনটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নবজাতকদের পরিচয় জানাতে পারেনি তিনি।