নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: পূর্ব ইউক্রেনে স্বায়ত্তশাসনের ব্যাপারে সংসদ সদস্যদের সমর্থন দানের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শত শত ইউক্রেনবাসী। বিক্ষোভে বাধা দিলে সাধারণ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নিরাপত্তা কর্মী নিহত হন এবং আহত হয়েছেন শতাধিক।

আইনি সংস্কারে মাধ্যমে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা পূর্ব ইউক্রেনের স্বায়ত্তশাসন দিতে সম্মত হয়েছেন ইউক্রেনের সংসদ সদস্যরা। এই স্বায়ত্তশাসন দানের বিষয়ে পূর্ব ইউক্রেনে সংঘর্ষ নিরসনে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে সংসদ সদস্যরা এতে সম্মতি দেন।

কিন্তু ইউক্রেনের জনপ্রিয় র‌্যাডিকেল পার্টি এবং চরমপন্থী জাতীয়তাবাদী দল ‘সোভোদা পার্টি’র নেতৃত্বে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে আন্দোলনে নামা বিক্ষোভকারীরা সরকারের আইন প্রণেতাদের এমন সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না।

তারা বলছেন, ইউক্রেন নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনকে স্বায়ত্তশাসন দিলে তা পুরোপুরি রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যাবে।

র‌্যাডিকেল পার্টি এবং চরমপন্থী জাতীয়তাবাদী দল ‘সোভোদা পার্টি’র নেতৃত্বে বিক্ষোভকারী আজ সোমবার সকাল থেকেই ইউক্রেনের পার্লামেন্ট ভবনের সামনে দলে দলে জড়ো হতে থাকে। পুলিশ বাঁধা দেয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে এক সরকারি নিরাপত্তা রক্ষী নিহত হন। আহত হন শতাধিক বিক্ষোভকারী।

বিক্ষোভ চলাকালীন পুলিশের পক্ষ থেকে সেখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলে আন্দোলনকারীদের অভিযোগ।

উল্লেখ্য, অনেক তর্ক বিতর্কের পর দোনেস্ক এবং লুহানস্ক প্রদেশে আরও ক্ষমতা প্রদানের উপর ইউক্রেনের ৪৫০ সংসদ সদস্যের মধ্যে ২৬৫ জনই পূর্ব ইউক্রেন বিষয়ে সম্মতি জ্ঞাপনসূচক প্রথম বিলে সমর্থন দেন।

নিউজবাংলা/একে