থাই মন্দিরের হামলাকারী ধরায় পুরস্কার পেল পুলিশ
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: ব্যাংককের এরাওয়ান মন্দিরের বোমা বিস্ফোরণে ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে থাই পুলিশ। এ কারণে থাই পুলিশের ওই সদস্যকে ৮৩ হাজার ডলার পুরস্কার দেয়া হচ্ছে।
সোমবার থাই পুলিশ প্রধান এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
গত ১৭ আগস্ট থাইল্যান্ডের এরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরিত হয়। এতে ২০ জন নিহত ও বহু সংখ্যক লোক আহত হয়। এ ঘটনার জড়িতদের আটক করতে পুরস্কার ঘোষণা করেছিল থাই সামরিক সরকার। পুলিশ ২৮ বছর বয়সী এক বিদেশি নাগরিককে ধরেছে। সে তুরস্কের নাগরিক। তার বাসা থেকে বোমা বানানোর জিনিসপত্র পাওয়া গেছে। আটক ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেছে। তবে পুলিশের ধারণা যিনি বোমা হামলাকারী তিনি এই ব্যক্তি নন। কিন্তু তিনি ওই বোমা হামলাকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তাকে দিয়েই আসল অপরাধী ধরা হবে।
এদিকে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন এক হিজাব পরিহিত নারী ও এক বিদেশি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের আদালত।
নিউজবাংলা/একে