নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

 

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জ: কোস্টগার্ড ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ঢাকার আমিনবাজার ব্রিজের নিচ থেকে অবৈধভাবে ভারতে থেকে আনা প্রায় তিন কোটি ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে।

সোমবার রাতে আটটায় যৌথ দল এসব ভারতীয় শাড়ি, থ্রিপিস ও সিনথেটিক ফেব্রিক্স জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড পাগলা স্টেশনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত  অধিদপ্তরের সহকারি কমিশনার ইমাম গাজ্জালী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পাগলা স্টেশনের কামান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান।

ইমাম গাজ্জালী জানান, সোমবার রাত আটটায় কোর্স্টগাড ও শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে ঢাকার আমিনবাজার ব্র্রিজের নিচে অভিযান  চালায়। এ সময় ব্রিজের নিচে প্লাস্টিকের  কয়েকটি বস্তা দেখতে পায় তারা। পরে বস্তায় তল্লাশী চালিয়ে ৪ হাজার ৬৫১টি শাড়ি, ৩৩২টি থ্রিপিস ও ২৪শ’ কেজি সিনথেটিক ফেব্রিক্স জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২৭ লাখ ৭৯ হাজার  টাকা।

এ ব্যাপারে আইনগত সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

নিউজবাংলা/একে