নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

পিরোজপুর সংবাদদাতা:

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার প্রেম প্রত্যাখ্যান করায় ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে জুয়েল হাওলাদার নামে এক বখাটে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে স্কুল মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

বখাটের ছুরিকাঘাতে আহত মেয়েটি গৌরিপুর ইউনিয়নের পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটিকে আহত অবস্থায় স্কুলে নিয়ে আসে একই স্কুলের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী। এ সময় প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না। পরে অভিভাবক ও অপর শিক্ষক মিলে মেয়েটিকে প্রথমে ভাণ্ডারিয়া থানায় ও পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আহত ছাত্রীর মা নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, স্কুলে যাওয়ার পথে মেয়েকে দীর্ঘদিন যাবত উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের আ: ছালাম হাওলাদারের ছেলে জুয়েল (২২) উত্ত্যক্ত করে আসছে। ঘটনাটি ছেলের বাবা-মাতাকে জানালেও কোন কাজ হয়নি। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে বখাটে জুয়েল মেয়েকে প্রেমের প্রস্তাব করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জুয়েল মেয়েটির হাতে ছুরিকাঘাত করে তাকে আহত করে।

পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিসুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে তার অভিভাবকদের সঙ্গে নিয়ে প্রথমে ভাণ্ডারিয়া থানায় অভিযোগ করা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগ পেয়েছি, মেয়েটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজবাংলা/একে