ঠাকুরগাঁওয়ের পশুর হাটে ক্রেতা শুন্য হতাশ ব্যবসায়ীরা
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পশুর হাট গুলো যথেষ্ট গুরু বিভিন œজেলা গুলো থেকে সরবরাহ থাকলেও সেই তুলনাই ক্রেতার দেখা মিলছে না।
তাই অপেক্ষায় কাটছে বিক্রেতাদের সময়। তবে বিক্রেতাদের মধ্যে নাজিরুল ইসলাম জানায়, ভারতীয় গরু না থাকায় দেশী গুরু দাম একটু বেশী তাই ক্রেতারা এখন কোরবানীর পশু ক্রয় করছেন না। এছাড়া ও আরেক গরু ব্যবসায়ী মোসাদ্দেক আলী জানায়,গতকাল কোরবানীর ঈদের চাঁদ না দেখা যাওয়ায় পশুর হাট গুলোতে ক্রেতারা আসছে না সামনের দিনগুলোতে ক্রেতারা কোরবানীর পশু কিনবে এমনটি আশা করছেন তিনি। আজ জেলার বিভিন্ন হাট গুলোতে সরেজমিনে ঘুরে দেখা গেছে, এইবার ভারতীয় গরু একেইবারে না থাকায়দেশী গরু আকাশছোঁয়া দাম হওয়ায় ক্রেতা শুন্য হয়ে পড়েছে জেলার কোরবানীর পশুর হাট গুলোতে। এখন হাট গুলোতে ক্রেতার চাইতে বিক্রেতা ও কসাই আনাগোনা বেশী। এদিকে বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা হতাশা হয়ে পড়েছেন। দিনাজপুরথেকে আসা গরু ব্যবসায়ী ইকবাল ভুঁইয়া বলেন, ভেবেছিলাম ভারতীয় গরু না আসায় দেশী গরুর ব্যবসা ভালো হবে। কিন্তুক পর্যাপ্ত পরিমান দেশী গরু থাকা শর্তেও ক্রেতার দেখা না পাওয়ায় হতাশ তিনি। এদিকে কিছু ক্রেতার দেখা মিললেও তারা জানায়,অনন্য বছরের তুলনায় এইবারকোরবানীর পশুদাম অনেক বেশী তবে ভারতীয় গরু আসলে হয়তোবা অনেক দাম কমে যাবে তাই সামনের দিনগুলোতে পশুর হাট গুলো জমে উঠবে এমনটি আশা করছেন তিনি।
নিউজবাংলা/একে