‘রাস্তার কারণে যানজট হবে না’
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হলে রাস্তার কারণে কোথাও যানজট হবে না।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ উপলক্ষে পর্যালোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, সব ঈদে নবীনগর-চন্দ্রা পয়েন্ট যানজটের কারণ। চন্দ্রা থেকে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হয়। এই যানজট যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করে।
তিনি বলেন, যানজট ও জনদুর্ভোগ যেন না হয়, সেজন্য দুটি বিকল্প সড়ক নির্মাণ, বন্ধ সেতু চালু, তৈরি পোশাক কারখানাগুলোকে ভিন্ন ভিন্ন দিনে ছুটি, অতিরিক্ত বাহনের ব্যবস্থাসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চন্দ্রাতে দুই কোটি টাকা ব্যয়ে একটি বাইলেন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর এই বাইলেন উদ্বোধন করা হবে। চন্দ্রাকে অনেক প্রশস্ত করেছি, তিনগুণ করেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনারোধে ৪টি পয়েন্টে নিউজার্সি ব্রেরিয়ার নির্মাণ কাজ ৯৯ ভাগ শেষ হয়েছে। ১৮ সেপ্টেম্বর এগুলো উদ্বোধন করা হবে।
মন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় আসা-যাওয়ার পথে যানবাহনের চাপ কমাতে দুটি বিকল্প সড়ক চালু হয়েছে। সড়ক দুটি হচ্ছে হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু এবং মিরপুর বাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া। ছোট ছোট যানবাহনের মালিকদের বিকল্প এ সড়ক দুটি ব্যবহারের অনুরোধ করেছেন সড়কমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদকে কেন্দ্র করে আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে ইতোমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজবাংলা/একে