নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

 

নাটোর সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের বাস চালকসহ মারা গেছেন পাঁচজন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রয়না তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানান, ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

তিনি জানান, আহতদের বড়াইগ্রাম হাসপাতাল এবং বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজবাংলা/একে