নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: নাশকতার পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা সিএমএম আদালত।

 

 

মঙ্গলবার ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইউনুস খান এই আদেশ দেন।

রাজধানীর মুগদা থানার ৩ মামলায় এবং খিলগাঁও থানায় দুই মামলায় তার জামিন আবেদন করা হয়েছিল।

গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে ১৯ আগস্ট রমনা থানার একটি মামলায় ৩ দিন, গত ২৪ আগস্ট ৪ মামলায় ৪ দিন এবং গত ২৭ আগস্ট একটি মামলায় এক দিন এবং ১ সেপ্টেম্বর পল্টন, রামপুরা এবং মতিঝিল থানার ৪ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজবাংলা/একে