মেডিকেলে ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর
নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:
ঢাকা: মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়া হবে।
এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ১৩ আগস্ট মন্ত্রণালয়ের এক সভায় ২ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও ঈদের কারণে তা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, ঈদুল আজহার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার সম্ভব্য তারিখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে থাকবে। ফলে ২ আক্টোবর ঈদের মাত্র এক সপ্তাহের মাথায় পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে।
এমনকি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। সে বিবেচনায় পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে।
এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।
নিউজবাংলা/একে