নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

সাভার সংবাদদাতা:

সাভার: আশুলিয়ার বাইপাইল এলাকার একটি ভাড়া বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকালে বাইপাইল এলাকার আশরাফ উদ্দিনের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক আশরাফ উদ্দিনের স্ত্রী জানান, চলতি মাসের ১০ তারিখে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজনকে এক মাসের ভাড়া অগ্রিম দিয়ে একটি কক্ষ ভাড়া দেয়া হয়। রবিবার দুপুরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা তালাবদ্ধ কক্ষ থেকে প্রচুর দুর্গন্ধ পেয়ে বিষয়টি আশুলিয়া থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে অজ্ঞাত তরুণীর হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে ওই তরুণীকে কয়েকদিন পূর্বে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজবাংলা/একে