ঢাকা: সিঙ্গাপুরে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর মোস্তফা প্লাজায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোট বার সমিতির সভাপতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এড.খন্দকার মাহাবুব হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম হাসান স্বপন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা তোফাজ্জল হোসেন, দুলাল হোসেন, কেপি কেপির সভাপতি জহিরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা বিএনপি’র সভাপতি সরকার মো:ইকবাল, সিংঙ্গাপুর যুবদলের সহ সভাপতি জিল্লুর রহমান, সিংঙ্গাপুর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি রাজু সুলতান, সহ সভাপতি সুলতান মাহমুদ, ভিপি রেজাউল করিম সিদ্দিকী, আবুল হাশেম, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান সোহেল, সুশান্ত কুমার সরকার, মনিরুজ্জামান খান ঝিন্টু, সেলিম রেজা, প্রচার সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।