নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

 

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় আরো এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে হাসপাতাল কর্র্তৃৃপক্ষের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাহারগাঁও গ্রামের নবজাতকের পিতা ঘোশেস দাস জানান, গত শনিবার তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করলে নবজাতক জন্ম গ্রহণ করে। তার নবজাতক শ্বাসজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। বারবার ডাক্তারকে বলার পরও তারা কোন চিকিৎসা নেয়নি। চিকিৎসা না দিয়ে গল্প গুজবে ব্যস্ত থাকেন নার্সরা। আর অন্য দিকে দালালরা শিশু ডাক্তার এর কাছে প্রাইভেটে দেখাতে টানা হেছড়া করে।

সোমবার ওই সময় শিশুর অবস্থার অবনতি হলে নার্সকে বলার পর সে বলে ডাক্তারের কাছে যেতে। তিনি বললে অক্সিজেন লাগানো হবে। এদিকে ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে পাওয়া যায়নি। এভাবে আসা যাওয়া করতে করতে নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ নিয়ে নবজাতকের স্বজনদের সাথে নার্স ও আয়াদের বাকবিতন্ডা হয়।

এব্যাপারে ওই শিশুর পিতা জানান, অভিযুক্ত করেন হাসপাতালের শিশু ডাক্তার আবু সুফিয়ান সঠিক ভাবে তার দ্বায়িত্ব পালন করেন না, আর নার্সরা গল্প-গোজবে ব্যস্থ আমি তাদের বিরোধে বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন।

নিউজবাংলা/একে