সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ আসছে রাতে
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর মরদেহ আজ রাতে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সিঙ্গাপুর এয়ারের একটি বিমানে তার মরদেহ ঢাকা পৌঁছাবে।
বুধবার সকালে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং পরে বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মন্ত্রীর জানাজা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাগরিবের আগেই প্রয়াত এ মন্ত্রীর মরদেহ হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। জেলা প্রশাসন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মরহুমের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সোমবার রাতে জারিকৃত মন্ত্রীর জানাজা ও দাফন সংক্রান্ত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারে মন্ত্রীর মরদেহ ঢাকায় আসবে। ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপিসহ সরকারি কর্মকর্তা ও মন্ত্রীর স্বজনরা লাশ গ্রহণ করবেন।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন থেকে আরও জানা যায়, বিমান বন্দরে আনুষ্ঠানিকতা শেষে সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে ৩৭ মিন্টু রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে। সেখানে কিছুক্ষণ রাখার পর রাতে বারডেম হাসপাতালের হিমাগারে সৈয়দ মহসীন আলীর লাশ রাখা হবে। পরদিন সকাল ৮টায় সকল শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে অন্তত এক ঘণ্টা মরদেহ রাখার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে একটি সরকারি হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর শেষ বিদায় সুশৃঙ্খল ও সম্মানের করতে সোমবার রাতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের অনানুষ্ঠানিক এক যৌথসভা মৌলভীবাজার সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চেীধুরী, পুলিশ সুপার মো. শাহজালাল আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদসহ প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী ঢাকাটাইমসকে জানান, আমরা চাচ্ছি উনার শেষ বিদায়টা যেন গোছালো ও সুশৃঙ্খল হয়। তিনি জানান, মৌলভীবাজারে স্টেডিয়ামে মরদেহ আসার পর নিয়ে যাওয়া হবে মন্ত্রীর নিজ বাড়িতে। পরে বেলা দুইটায় মরদেহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকাল ৩টার পর রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা সেরে দাফন ও জানাজার প্রস্তুতি নেয়া হবে। সন্ধ্যার আগেই মন্ত্রীর লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
উল্লেখ্য, নয়দিন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান সৈয়দ মহসীন আলী।
নিউজবাংলা/একে