নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে ২০০৭ সাল থেকে ১৫ সেপ্টেম্বর এই দিবসটি পালিত হয়ে আসছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘স্পেস ফর সিভিল সোসাইটি’।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বাণীতে বলেছেন, ‘সুশীল সমাজ গণতন্ত্রের অক্সিজেন। সুশীল সমাজ সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করে।’

গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা, যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

নিউজবাংলা/একে