নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: অসুস্থ স্ত্রীর চিকিৎসা করানোর জন্য পাবনা থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন আবদুল হক।

কিন্তু শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের বারান্দায় পড়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বামী আবদুল হক।

মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হক পাবনার সুজানগর থানার চরপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

জানা গেছে, আবদুল হকের স্ত্রী হামিদা বেগম কয়েকদিন ধরেই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর দেখাশোনা করতে আবদুল হক হাসপাতালে আসেন।

মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলার বারান্দার গ্রিলের ওপর বসা অবস্থায় আবদুল হক নিচে পড়ে যান।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজবাংলা/একে