ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্র শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকার ৯টা থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
ঢাকাসহ চট্টগ্রাম এবং সিলেটেও অাজ রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ২০ সেপ্টেম্বরের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
ট্রেনের টিকিট বিক্রি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি টিকিট ২৩ সেপ্টেম্বর বিক্রি শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে। কমলাপুর রেলস্টেশন সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে বিক্রি হচ্ছে ২০ সেপ্টেম্বরের টিকিট। এছাড়া ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের, ১৭
সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের এবং ১৯ সেপ্টেম্বর ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট দেওয়া হবে।
এছাড়াও ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ফিরতি টিকিট। এইদিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। ২৪ সেপ্টেম্বর বিক্রি হবে ২৮ সেপ্টেম্বরের, ২৫ সেপ্টেম্বর বিক্রি হবে ২৯ সেপ্টেম্বরের, ২৬ সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বরের টিকিট এবং ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের টিকিট।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈদুল আজহার অগ্রিম টিকিট এর জন্য লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ঈদের সময়ে বিক্রিত টিকিট ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে কতৃপক্ষ।
নিউজবাংলা/একে