এক সিনেমাতেই শাকিবের ঈদ
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বর্তমানে বাংলাদেশের কিং খান নামে পরিচিত শাকিব খান।
সোহানুর রহমান সোহান পরিচালিত “অনন্ত ভালোবাসা” ছবির মাধ্যমে আবির্ভূত হয় এই খান। ছবিটি তাকে খ্যাতির চূড়ায় পৌছাতে সাহায্য করে। আর ফিরে তাকাতে হয়নি শাকিবকে।
এবারের ঈদে শাকিব খানের একটি মাত্র ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম হচ্ছে ‘রাজাবাবু- দ্য পাওয়ার’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে শাকিবের সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস, ববি, শাহনূর, সাঙ্কোপাঞ্জা, শানু শিবা এবং মেগাস্টার উজ্জল প্রমুখ।
ঈদে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও কোন এক কারণে তা বন্ধ হয়ে যায়। ফলে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কমে গেছে। ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ ছবির সঙ্গে ঈদে মুক্তি পাবে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’।
নিউজবাংলা/একে