নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: রাজধানীর মান্ডায় ঝিলের পানিতে ডুবে সোনিয়া (১৮) ও মর্জিনা (১৩) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মান্ডার কদম আলী ঝিলে ডুবে তাদের মৃত্যু হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আজমল হোসেন জানান, মর্জিনা মান্ডা হায়দার আলী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, আজ সকালে ছয় বান্ধবী মিলে মান্ডা কদম আলী ঝিলে নৌকা ভ্রমণে যায়। এসময় নৌকা ডুবে গেলে ঘটনাস্থলেই সোনিয়া ও মর্জিনা মারা যায়।

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলা/একে